৪৫তম বিসিএস: বিষয়ভিত্তিক মডেল টেস্ট-২৫

৪৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা ১৯ মে অনুষ্ঠিত হবে। যেহেতু প্রিলিতে প্রতিযোগী বেশি, তাই পাস করতে হলে ভালোভাবে প্রস্তুতি নিতে হবে। পরীক্ষার্থীদের প্রস্তুতির সুবিধার জন্য প্রথম আলো বিষয়ভিত্তিক মডেল টেস্টের আয়োজন করেছে। আজ রোববার নিয়মিত আয়োজনের ২৫তম পর্বে বাংলা সাহিত্য বিষয়ের মডেল টেস্ট প্রকাশ করা হলো।

১. ‘হে কলম, উদ্ধত হয়ো না, নত হও, নত হতে শেখো।’ উক্তিটি করেছেন—
ক. শহীদ কাদরী
খ. রফিক আজাদ
গ. সমর সেন
ঘ. মহাদেব সাহা

২. ‘কারাগারের রোজনামচা/ আমার দেখা নয়াচীন’ কে লিখেছেন?
ক. মাওলানা ভাসানী
খ. শহীদুল্লা কায়সার
গ. আবুল ফজল
ঘ. শেখ মুজিবুর রহমান

৩. ‘সুরঞ্জনা, ওইখানে যেয়ো নাকো তুমি’—কোন কবি এ কথা বলেছেন?
ক. বিহারীলাল চক্রবর্তী
খ. বুদ্ধদেব বসু
গ. জীবনানন্দ দাশ
ঘ. কামিনী রায়

৪. ‘পৃথিবীর মানচিত্রে একটি মুজিব তুমি’ গ্রন্থটি কার লেখা?
ক. নির্মলেন্দু গুণ
খ. আমির হামজা
গ. শামসুর রাহমান
ঘ. গৌরীপ্রসন্ন মজুমদার

৫. রবীন্দ্রনাথ ঠাকুরের ‘বাল্মীকি প্রতিভা’ কোন ধরনের রচনা?
ক. কাব্যগ্রন্থ
খ. উপন্যাস
গ. গীতিনাট্য
ঘ. নাট্যকাব্য

৬. কোনটি ‘শ্রীকৃষ্ণকীর্তন’ কাব্যের খণ্ড নয়?
ক. নৌকা খণ্ড
খ. হার খণ্ড
গ. ছত্র খণ্ড
ঘ. প্রণয় খণ্ড

৭. ‘আমি কোথায় পাবো তারে, আমার মনের মানুষ যে রে’—বিখ্যাত উক্তিটি করেছেন?
ক. বিদ্যাপতি
খ. ভারতচন্দ্র
গ. জ্ঞানদাস
ঘ. গগন হরকরা

৮. ‘কানু ছাড়া গীত নাই’—বাংলা সাহিত্যের কোন যুগে এ কথা সত্য ছিল?
ক. প্রাচীন যুগে
খ. মধ্যযুগে
গ. অন্ধকার যুগে
ঘ. আধুনিক যুগে

৯. মাইকেল মধুসূদন দত্তের রাধাকৃষ্ণ-বিষয়ক গীতিকাব্য কোনটি?
ক. কৃষ্ণকুমারী
খ. ব্রজাঙ্গনা
গ. পদ্মবতী
ঘ. শর্মিষ্ঠা

১০. ‘অন্য ঘরে অন্য স্বর’ছোটগল্পটি কার রচনা?
ক. অমিয় চক্রবর্তী
খ. আনোয়ারা পাশা
গ. আখতারুজ্জামান ইলিয়াস
ঘ. আবু জাফর ওবায়দুল্লাহ

১১.‘ভাটি হইতে আইল বঙ্গাল লম্বা লম্বা দাড়ি’ এ প্রাচীন পঙ্‌ক্তিটি কোন কাহিনির অন্তর্গত?
ক. মৎস্যপুরাণ
খ. মহুয়া
গ. ময়নামতি গৌপীচাঁদ
ঘ. নিজাম ডাকাত

১২. ‘প্রিয়দর্শী’ ছদ্মনামে কে লিখতেন?
ক. রাজশেখর বসু
খ. কামিনী রায়
গ. সৈয়দ মুজতবা আলী
ঘ. অনুরূপা দেবী

১৩.‘ভ্রান্তিবিলাস’ গ্রন্থটি কার লেখা?
ক. প্রমথ চৌধুরী
খ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
গ. অমিয় চক্রবর্তী
ঘ. মানিক বন্দ্যোপাধ্যায়

১৫.‘কালের কলস’ কাব্যগ্রন্থটি কার লেখা?
ক. আল মাহমুদ
খ. শামসুর রাহমান
গ. শহীদ কাদরী
ঘ. সৈয়দ শামসুল হক

১৫.‘আমি কিংবদন্তীর কথা বলছি’ কবিতাটি কার লেখা?
ক. সিকান্দার আবু জাফর
খ. আবুল কালাম শামসুদ্দীন
গ. আবু জাফর ওবায়দুল্লাহ
ঘ. আবু জাফর শামসুদ্দীন

১৬.‘ছিয়াত্তরের মন্বন্তর’-এর পটভূমিকায় রচিত গ্রন্থ কোনটি?
ক. আনন্দমঠ
খ. চন্দ্রশেখর
গ. রজনী
ঘ. বিষবৃক্ষ

১৭. মীর মশাররফ হোসেনের ছদ্মনাম কী?
ক. উদাসীন পথিক
খ. গাজী মিয়া
গ. কমলাকান্ত
ঘ. মুসাফির

১৮. ‘শ্রীকৃষ্ণকীর্তন’ কাব্যটি কে আবিষ্কার করেন?
ক. হরপ্রসাদ শাস্ত্রী
খ. সুনীতিকুমার চট্টোপাধ্যায়
গ. বসন্তরঞ্জন রায়
ঘ. সুকুমার সেন

১৯.‘গুলে বকাওলী’ কাব্যটি কে রচনা করেন?
ক. আলাওল
খ. মানিক দত্ত
গ. মুহম্মদ মুকীম
ঘ. নওয়াজিস খান

মডেল টেস্ট – ২৫ (বাংলা সাহিত্য) এর উত্তর

১.খ।    ২.ঘ।   ৩.গ।   ৪.খ।   ৫.গ।   ৬.ঘ।   ৭.ঘ।   ৮.খ।   ৯.খ।   ১০.গ।   ১১.গ।   ১২.গ।   ১৩.খ।   ১৪.ক।   ১৫.গ।   ১৬.ক।   ১৭.খ।   ১৮.গ।   ১৯.ঘ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *